Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

চলন্ত গ্যাস ভর্তি ট্রাকের উপর বজ্রপাত, ভয়াবহ বিস্ফোরণ জয়পুরে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৪৫০টি রান্নার গ্যাস ভর্তি চলন্ত গ্যাস ভর্তি ট্রাকের উপর বজ্রপাত। বাজ পড়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই উল্টে যায় ট্রাকটি এবং বিস্ফোরণ শুরু হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে বিস্ফোরণ। গোটা এলাকা থমথমে এখনও। আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে জয়পুর-কোটা হাইওয়ের উপর হনুমান নগর এলাকায়।

জানা গিয়েছে, বজ্রপাতের ঘটনার পর ১৫ ঘন্টা কেটে গেলেও এনএইচ-৫২-তে যান চলাচল বন্ধ। বুধবার সকালেও কোটা, আজমের ও জয়পুর যাওয়ার সমস্ত যানবাহন আটকে রয়েছে। বেলা বাড়ার পর সেইসব যানবাহনগুলোকে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সকাল থেকেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। গ্যাস কোম্পানির কর্মচারীদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে। বহুদূর পর্যন্ত সিলিন্ডারের টুকরো ছড়িয়ে পড়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ড্রাইভার ও খালাসি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরই ট্রাকে আগুন ধরে যায়। আর সেই আগুন এতটাই ভয়াবহ ছিল যে পাঁচ-সাত কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। ঘটনার কিছুক্ষণ পরই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তখনও বিস্ফোরণ ঘটছিল। তাই ট্রাকের কাছাকাছি আর যেতে পারেননি দমকল বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, রাত আটটা নাগাদ বজ্রপাত হয়। ট্রাকের উপর বজ্রপাত হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাকে থাকা সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হতে শুরু করে। একের পর এক সিলিন্ডার ফেটে টুকরো ছড়িয়ে পড়ে এক-আধ কিলোমিটার দূর পর্যন্ত। এমনকী বহু বাড়ির ছাদে গিয়েও পড়েছে সেই সব সিলিন্ডারের টুকরো।

 

Leave a Reply

error: Content is protected !!