Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডোর মন্তব্য ‘অসতর্ক’ এবং ‘অযৌক্তিক’ – কানাডাকে জবাব মোদী সরকারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজই দিল্লিতে চলমান কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দিন শেষে তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশমন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে, ট্রুডোর মন্তব্য ‘অসতর্ক’ এবং ‘অযৌক্তিক’।

দিল্লিতে চলতি কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খুলেছিলেন ট্রুডো। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও এক ধাপ এগিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের জন্য সব সময় পাশে থাকবে কানাডা। ট্রুডোর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তার প্রতিবাদ জানায় নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ট্রুডোর ওই মন্তব্য অযৌক্তিক। অনুরাগ আরও বলেন, ‘‘ভারতের কৃষকদের নিয়ে কানাডার নেতাদের অসতর্ক মন্তব্য করতে শোনা যাচ্ছে।’’

 

 

Leave a Reply

error: Content is protected !!