দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভ কামনা করে দিল্লিতে পুজোর আয়োজন করল হিন্দু সেনা। পূর্ব দিল্লির একটি মন্দিরে পুরোহিতের উপস্থিতিতে যাগযজ্ঞ সহ এই পুজো অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিট ধরে এই পুজো চলে। সমস্ত হিন্দু রীতি মেনে ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করা হয়। পাঠ করা হয় বিশেষ মন্ত্র।
সংগঠনের সভাপতি বিষ্ণুগুপ্ত জানিয়েছেন, শেষ নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্পের জন্য তাঁরা এমনই এক প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। সেই ধারা বজায় রেখে এবারেও এই পদক্ষেপ করা হয়েছে। তাঁদের মতে, ট্রাম্প জেতার অর্থ, চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত এবং আমেরিকার জয়। কয়েক বছর আগে যন্তর মন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সে সময়ে এই হিন্দু সেনার ছবি ভাইরাল হয়েছিল।
প্রধান পুরোহিত জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইসলামের বিরুদ্ধে আগাগোড়া সরব ছিলেন। আর সেই জন্যই তাঁর সমর্থনে হিন্দু সেনার পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছে। মার্কিন নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হয়ে এলে বিশ্বের অনেক সমস্যার সমাধান হবে।