দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মন্দিরের সামনে কাঁচা মাংসের টুকরো রাখার অভিযোগে এস হরিরাম নামে এক ইঞ্জিনিয়ারিং গ্ৰাজুয়েটকে গ্ৰেফতার করেছে পুলিশ। অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরির উদ্দেশ্যে এই কাজ করেছে হরিরাম। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে সুল্লিভান স্ট্রিটে বেণুগোপালা কৃষ্ণাস্বামী ও শ্রী রাঘবেন্দ মন্দিরের সামনে, অভিযোগ, হরিরাম দুটি ক্যারিব্যাগে করে কাঁচা মাংস নিয়ে এসে এই দুই মন্দিরের দরজার সামনে রেখে দেয়। যাতে কোনো সাম্প্রদায়িক হিংসা না ছড়ায় সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।