দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টুকরে টুকরে গ্যাং দেশের ক্ষমতায়! বিজেপির তৈরি শব্দবন্ধ দিয়েই ভাষা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন শশী তারুর। সম্প্রতি কেন্দ্রের একটি ওয়েবিনার চলাকালীন অ-হিন্দিভাষী যোগশিক্ষক এবং স্বাস্থ্যকর্মীদের ‘হিন্দি বুঝতে বা বলতে না পারলে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে’ বলেন আয়ুষ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচা।
ট্যুইট করে শশী তারুর লিখেছেন, ‛কেন্দ্রীয় সরকারের যদি ন্যূনতম শিষ্টাচার বোধ থাকে, তাহলে এখনই ওই পদে একজন তামিলকে বসানো উচিত।’ সেই সঙ্গে প্রশ্ন তুলে বলেছেন, ‛টুকরে টুকরে গ্যাং কি ক্ষমতায় আসীন? যাঁরা ভারতের নিজস্ব বৈচিত্র্যের মধ্যে ঐক্য চুরমার করতে চায়!’
প্রসঙ্গত এই শব্দ বিজেপি তথা গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল কয়েক বছর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর উদ্দেশে। তারপর থেকে টুকরে টুকরে গ্যাং শব্দটি রাজনৈতিক হয়ে ওঠে। এবার সেই শব্দ দিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।