দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কড়া নজরদারির মধ্যেই আজ তৃতীয় দফার ৩১ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২ শতাংশ।
কার্যত কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে আজ তৃতীয় দফায় ৩১ কেন্দ্রে ভোট। দক্ষিণ চব্বিশ পরগনার ১৬, হাওড়ার ৭ ও হুগলির ৮ কেন্দ্রে ভোট। দক্ষিণ চব্বিশ পরগনায় মোতায়েন ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।
হুগলিতে মোট ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়াজুড়ে মোতায়েন মোট ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোভিড বিধি মেনে, কমিশনের কড়া নজরদারিতে হবে ভোট। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রায় রয়েছে ৬২ হাজার আধাসেনা। দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি কেন্দ্রে ১৪৪ ধারা। বুথের ২০০ মিটারের মধ্যে জমায়েত নয়। হাওড়া, হুগলির ১৫ টি কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষেধ।