দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাম মন্দির ভূমি পুজোকে উদযাপন করতে নিজস্ব কায়দায় এগিয়ে এল ডেয়ারি সংস্থা আমুলও। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে শেয়ার করা হল আমুল গার্ল-এর নতুন ডুডল। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
নতুন এই ডুডল-এ আমুল গার্লকে দেখা যাচ্ছে রাম মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। আর তার পাশেই লেখা Monumental occasion, All are invited।
#Amul Topical: India celebrates historic Ram Mandir Bhoomi Pujan.. pic.twitter.com/4azcXiKPEX
— Amul.coop (@Amul_Coop) August 5, 2020
আমুলের এই বিজ্ঞাপনে চটেছেন ট্যুইটার ব্যবহারকারীরা। অনেকেই আমুলের এহেন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী ও চাটুকারিতা বলে আখ্যা দিয়েছেন। অনেক আবার এই ডেয়ারি সংস্থার পতনের ভবিষ্যৎবাণী করেছেন। সব মিলিয়ে বিপাকেই পড়েছে আমুল।
No, thanks, @Amul_Coop, I like my butter non-fascist. https://t.co/AafIVKSx9b
— Subir Sinha (@PoMoGandhi) August 7, 2020