Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

রাম মন্দির ভূমি পুজো উদযাপনে আমুল! ফ্যাসিবাদী বললেন ট্যুইটার ব্যবহারকারীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাম মন্দির ভূমি পুজোকে উদযাপন করতে নিজস্ব কায়দায় এগিয়ে এল ডেয়ারি সংস্থা আমুলও। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে শেয়ার করা হল আমুল গার্ল-এর নতুন ডুডল। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

নতুন এই ডুডল-এ আমুল গার্লকে দেখা যাচ্ছে রাম মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। আর তার পাশেই লেখা Monumental occasion, All are invited।

আমুলের এই বিজ্ঞাপনে চটেছেন ট্যুইটার ব্যবহারকারীরা। অনেকেই আমুলের এহেন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী ও চাটুকারিতা বলে আখ্যা দিয়েছেন। অনেক আবার এই ডেয়ারি সংস্থার পতনের ভবিষ্যৎবাণী করেছেন। সব মিলিয়ে বিপাকেই পড়েছে আমুল।

 

 

Leave a Reply

error: Content is protected !!