দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোরের আলো ফুটতে না ফুটতেই জম্মু বিমানবন্দরে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বিমানবন্দরের ভিতরে টেকনিক্যাল এলাকায় বিস্ফোরণটি ঘটে। পরপর ২ টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ২ টির মাঝে সময়ের ব্যবধান ছিল মাত্র ৫ মিনিট। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। বোমা বিস্ফোরণের খবর পেয়েই জম্মু বিমানবন্দরে হাজির হয়েছে ফরেন্সিক দল। বম্ব স্কোয়াডের আধিকারিকরাও এসেছেন ঘটনাস্থলে। হঠাৎ কী থেকে ঘটল এই বিস্ফোরণ সেই কারণ খুঁজছেন গোয়েন্দারা। জম্মু বিমানবন্দর চত্বর জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোটা বিমনানবন্দর চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে বিস্ফোরণের তীব্রতা তেমন ছিল না বলেই জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। কেউ বিমানবন্দর চত্বরে বোমা রেখে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর পুলিশ এক সন্দেহভাজন কে গ্ৰেফতার করেছে। ধৃতের কাছ থেকে পাওয়া গেছে আইইডি বিস্ফোরক। জম্মু বিমানবন্দরে যে ২ টি বিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে তার কোনও যোগ রয়েছ কিনা সেই বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখছে গোয়েন্দারা। জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন এই বিস্ফোরণের ঘটনায় কেউ মারা যাননি।