Saturday, March 15, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ট‍্যুইটার হিন্দু বিরোধী ও দেশ বিরোধী, মোদী সরকারকে বন্ধ করার আবেদন কঙ্গনার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ট‍্যুইটার হিন্দু বিরোধী ও দেশ বিরোধী, এমনটাই মন্তব্য কঙ্গনা রানাওয়াতের। তবে এখানেই থেমে নেই তিন। আরও একধাপ এগিয়ে মোদী সরকারকে ট‍্যুইটার বন্ধ করার আবেদন জানান কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ, ট‍্যুইটার হিন্দুবিরোধী মন্তব্যে প্রশ্রয় দিচ্ছে। আগে সোশ্যাল মিডিয়ায় না থাকা কঙ্গনা কিছুদিন আগে টুইটারে নিজের নামে অ্যাকাউন্ট খুলেছেন। ভাইয়ের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে রয়েছে বাবার সঙ্গে তাঁর ছবি।

কঙ্গনা লিখেছেন, বাবা আর আমি কোনও কিছুতে একমত হয়েছি, একটা বিরল ছবি… অবশ্য মনে নেই কীসে একমত হয়েছিলাম। যাই হোক, শোনা যাচ্ছে, সরকার টুইটার ব্যান করতে পারে, তাই কর ভারত… আমরা নিজেদের দমিয়ে রাখার এই হিন্দুবিরোধী, জাতীয়তাবিরোধী প্ল্যাটফর্ম চাই না।

 

Leave a Reply

error: Content is protected !!