Friday, April 26, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশ ভুগছে করোনায়, এদিকে আগামী সপ্তাহেই মোদীর জন্য আসছে সাড়ে ৮ হাজার কোটির বিমান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মহামারির জেরে যখন ধুঁকছে গোটা দেশ, তখন প্রধানমন্ত্রী মোদীর জন আমেরিকা থেকে আসছে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৩০০ বিমান। আধুনিক বিশ্বের সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার চ্যালেঞ্জের সঙ্গে পাল্লা দিতেই এই বিশেষ বিমান কিনেছে কেন্দ্র।

জানা গেছে, বিমানে থাকছে মিসাইল ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের যে কোনওরকম নাশকতার ছক রুখে দিতে আছে অতি আধুনিক প্রযুক্তি। ১৭ ঘণ্টা একটানা চলার জন্য আছে উচ্চক্ষমতাসম্পন্ন ট্যুইন ইঞ্জিন। সক্রিয় থাকবে ফ্লাইং কমান্ড সেন্টার। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে যে কোনও পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।

মার্কিন প্রেসিডেন্টদের জন্য ব্যবহৃত ‘এ ওয়ান’ বোয়িং বিমানের ধাঁচেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আসছে বিশ্বের সবথেকে উচ্চ প্রযুক্তির এয়ারক্র্যাফট। আগামী সপ্তাহেই দেশে আসছে এই এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিশেষ বিমান ব্যবহার করবেন।

গোটা বিষয়টি তদারকির জন্য ভারতীয় বায়ুসেনার একটি দল ইতিমধ্যেই চলে গিয়েছে আমেরিকায় বলে জানা গেছে। দুটি বোয়িং কিনতে ব্যয় হচ্ছে আনুমানিক সাড়ে ৮ হাজার কোটি টাকা। এয়ারাক্র্যাফটের অভ্যন্তরে থাকছে কনফারেন্স হল, একঝাঁক কেবিন, দু’টি মিনি মেডিকেল সেন্টার, থাকছে জরুরি সার্জারির জন্য অপারেশন কেবিনও।

এই মুহূর্তে যে এআই ওয়ান বিমানে প্রধানমন্ত্রী যাতায়াত করেন, সেটি জ্বালানি পুনরায় ভর্তি না করে ১০ ঘণ্টার বেশি উড়তে পারে না। অথচ যে বিমানটি প্রধানমন্ত্রীর জন্য আসছে, তা একবার জ্বালানি পূর্ণ করা হলে টানা ১৭ ঘন্টা উড়তে সক্ষম। আগামী সপ্তাহেই দেশে আসবে বোয়িং ৭৭৭। এরপর আগামী বছর আসছে বোয়িং ৩০০।

 

Leave a Reply

error: Content is protected !!