Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আজ নন্দীগ্রামে দুই ভাইজান! মীনাক্ষীর পকেটে ৬২ হাজার সংখ্যালঘু ভোট টানতে মরিয়া আব্বাস-সেলিম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামে মীনাক্ষি মুখোপাধ্যায়ের জন্য প্রচারে যাচ্ছেন সংযুক্ত মোর্চার দুই নেতা আব্বাস সিদ্দিকী ও মহম্মদ সেলিম। শুক্রবার সকাল ১০টায় নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্কের পিছনের মাঠে সমাবেশ ডেকেছে সংযুক্ত মোর্চা।

নন্দীগ্রামে প্রায় ৬২ হাজার সংখ্যালঘু ভোট রয়েছে। ফলে সেলিম ও আব্বাসের যাওয়া সেখানে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। শুরুতে নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার কথা ছিল আব্বাসের। কিন্তু সূত্রের মতে, পরে আব্বাস বামেদের জানিয়ে দেন, তাঁরা প্রার্থী দিতে পারবেন না। নন্দীগ্রামে আগে সংখ্যালঘু প্রার্থী দিত বামেরা। কিন্তু এ বার দেখা যায়, তা করেনি।

আব্বাস যেখানেই সভা করতে যাচ্ছেন সেখানেই মাঠ উপচে যাচ্ছে। সে ভাঙড় হোক বা কেশপুর বা হরিপাল। সেলিমও বাম মহলে জনপ্রিয় বক্তা। ফলে শুক্রবারে নন্দীগ্রামের বুকে লাল ঝাণ্ডার সমাবেশে কত লোক জমায়েত হল সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a Reply

error: Content is protected !!