দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মালদার হরিশ্চন্দ্রপুরে বজ্রাঘাতে মৃত্যু হল দুজনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে হয়েছেন আরও এক ব্যক্তি। মৃত দুজনের মধ্যে এক জনের নাম কৌশিক দাস(১৬),বাড়ি পিপলা। অন্য আরেক জনের নাম নুরুল খান(৪৫),বাড়ি সুলতাননগর গ্রামে। আহত ব্যক্তির নাম দীপক দাস(৪২)। তারও বাড়ি পিপলা গ্রামে। এই মুহূর্তে সে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
Tags:Malda