Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দু’পয়সার প্রেস! ক্ষমা চেয়েও নিজের বক্তব্যকে ‘সঠিক’ বলছেন সাংসদ মহুয়া মৈত্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংবাদমাধ্যম সম্পর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু মহুয়া তাঁর বক্তব্য থেকে সরেননি। তাঁর দাবি, তিনি সংবাদমাধ্যম সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তিনি বলেছেন, তাঁর দলের কিছু কর্মী নিজেদের ‘মুখ দেখাতে’ দলীয় বৈঠকে সংবাদমাধ্যমকে ডেকে এনেছিলেন। তিনি তাঁদের সমালোচনা করেছেন।

রবিবার মহুয়াকে একটি ভিডিওয় বলতে শোনা গিয়েছিল, দু’পয়সার প্রেস। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মহুয়াকে কটাক্ষ করতে শুরু করেছিলেন সংবাদকর্মীদের বড় অংশ। যদিও মহুয়ার ট্যুইট দেখে বোঝা যায়, তিনি তাঁর মন্তব্য থেকে সরছেন না। তবে ‘সঠিক’ ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। ট্যুইটারে তিনি লেখেন, ‘আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড’।

এবিষয়ে কলকাতা প্রেস ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়, ‘কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক। ধিক্কার জানাই সাংসদের মন্তব্যে’।

মহুয়া যদিও নিজের মন্তব্য থেকে সরছেন না। তিনি ‘ক্ষমা’ চাইলেও তাঁর মন্তব্য যে ‘সঠিক’ সে কথাও স্পষ্ট জানিয়েছেন তিনি। নিজের ট্যুইটার হ্যান্ডলে ওই ঘটনা সম্পর্কে একটি সুচারু ‘মিম’ পোস্ট করেছেন মহুয়া। সঙ্গে লিখেছেন, ‘মাই মিম এডিটিং স্কিল আর ইমপ্রুভিং’। অর্থাৎ, ‘আমার মিম সম্পাদনার দক্ষতা ক্রমশই উন্নত হচ্ছে’।

 

 

Leave a Reply

error: Content is protected !!