দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকবছর থেকে ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জোর প্রচার চালানো হচ্ছে। এরই মাঝে মাসখানেক আগে মহারাষ্ট্রের পালঘরে এক সাধু ও তার সঙ্গীকে পিটিয়ে মারে গ্রামবাসীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুই সাধুর অস্বাভাবিক মৃত্যু হল মহারাষ্ট্রে। পালঘরের পর এবার রাজ্যের নানদেদ জেলায় ২ সাধুকে তাদের আশ্রমের মধ্যেই খুন করে হাওয়া হয়ে গেল সন্ত্রাসীরা।
নানদেদ-এর উমরি তালুকে খুন হলেন বালব্রহ্মচারী শিবাচার্য ও তাঁর সঙ্গী ভগবান শিন্ডে নামে ২ সাধু। আশ্রমের বাথরুমের কাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সন্দেহ চুরির উদ্দেশ্যেই আশ্রমে ঢুকেছিল আততায়ীরা। কারণ তারা নগদ ৬৯,০০০ টাকা, একটি ল্যাপটপ-সহ বেশকিছু মূল্যবান জিনিস নিয়ে গিয়েছে। সবেমিলিয়ে চুরি যাওয়ার জিনিসপত্রের মূল্য হবে দেড় লাখ টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, হিন্দু রাষ্ট্রের জিগির তুললেও সাধুরা নিরাপদ নয় কেন?
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে