দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিভীষিকাময় পরিস্থিতি দেখা দিয়েছে রাজধানী দিল্লিতে। চারিদিকে শুধু হাহাকার। হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব…বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে । চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি । রাজধানী দিল্লির অবস্থাও ভয়াবহ ।
সরকারি হাসপাতালে এখন প্রতি বেড পিছু দু’জন করে রোগীকে রাখা হয়েছে । একই শয্যায় কোনও মতে দুই রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে । দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল । ১৫০০ টি বেড রয়েছে সেখানে । কিন্তু তারপরেও জায়গা হচ্ছে না করোনা রোগীর । হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের দীর্ঘ লাইন । ভর্তির অপেক্ষায় রয়েছেন করোনা রোগীরা । কেউ বা রিক্সা বা অটোয় চড়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন । কেউ আবার বাসে চেপেই হাসপাতালে এসেছেন ।
হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার জানালেন, প্রথমে আশঙ্কাজনক রোগীদের জন্য ৫৪টি বেড ছিল । এরপর তা বাড়িয়ে ৩০০টি করা হয় । কিন্তু সেটাও যথেষ্ট নয় । আমরা হাসপাতালের সমস্ত কর্মীরা পুরো সময় ধরে কাজ করে চলেছি । কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না । সদ্য মৃত করোনা রোগীরা ওয়ার্ডের বাইরেই ডাই করে পড়ে থাকছেন । তাঁদের সরানোর জায়গা পর্যন্ত নেই । হাসপাতালের বাইরে রোগীর প্রিয়জনরা ঘণ্টার পর ঘণ্টা খাঁ খাঁ রোদে দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র মৃতদেহ হাতে পাওয়ার অপেক্ষায় ।
কুমার জানালেন শুধুমাত্র বৃহস্পতিবারই হাসপাতালে ১৫৮ জন নতুন কোভিড রোগী ভর্তি হয়েছেন এবং প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক । নতুন ভ্যারিয়ান্ট প্রচণ্ড দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে । তার উপর মানুষ নূন্যতম স্বাস্থ্যবিধি মানছেন না । যার ফল হচ্ছে মারাত্মক ।