Tuesday, December 3, 2024
Latest Newsদেশফিচার নিউজবিনোদন

টিকা নেওয়ার দু’সপ্তাহ পরেই করোনা আক্রান্ত প্রাক্তন বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: টিকা নেওয়ার দু’সপ্তাহ পরেই করোনায় আক্রান্ত হলেন লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়াল। শুক্রবার রাতে টুইট করে জানালেন সে কথা। টুইট করে জানান, ‘দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি, কোভিডের পরীক্ষা করিয়ে নিন’।

৯ মার্চ নিজের একটি ছবি পোস্ট করেছিলেন লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ। ছবিতে দেখা গিয়েছিল, টিকা নিতে গিয়েছেন অভিনেতা। পাশে দাঁড়িয়ে এক স্বাস্থ্যকর্মী। হাতের মুদ্রায় ‘ভি’ (ভিক্টরি অর্থাৎ জয় অথবা ভ্যাক্সিন অর্থাৎ টিকার চিহ্ন) দেখিয়ে বসে রয়েছেন পরেশ। ক্যাপশনে লিখেছিলেন, ‘ভি ফর ভ্যাক্সিন।’ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই।

 

Leave a Reply

error: Content is protected !!