দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি-র সঙ্গে দীর্ঘ তিন দশকের বন্ধুত্বের পর্ব চুকিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানাতে পারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার সকালে মোদীর মন্ত্রিসভা থেকে শিবসেনা প্রতিনিধি ইস্তফা দেওয়াতেই বোঝা গিয়েছিল মহানাটকীয় পরিবর্তন ঘটতে পারে মারাঠা মুলুকে। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিরর কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছে শিবসেনা।
বিশ্বস্ত সূত্রের খবর, এনসিপি জানিয়ে দিয়েছে তারা শিবসেনাকে সমর্থন দেবে। অধিকাংশ কংগ্রেস বিধায়কও সমর্থন জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধীর কাছে। তবে কংগ্রেসের সিদ্ধান্ত চূড়ান্ত হতে আজ সন্ধ্যা সাতটা বেজে যাবে বলে সূত্র উল্লেখ করেছে। ফলে এখন দেখার যে দশ নম্বর জনপথ কী সংকেত দেয়। তবে অনেকের মতে, খেলা আরও হবে। এখনও অনেক কিছু দেখার বাকি। কারণ, অমিত শাহরাও হাত গুটিয়ে বসে থাকার লোক নন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন