Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মহারাষ্ট্রে মুখ পুড়ল বিজেপির! গেরুয়া শিবির ছেড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহানাটকের যবনিকা পতন, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। আজ সন্ধ্যায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও কংগ্রেসের সমর্থনে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন উদ্ধব।

শিবাজি পার্কে অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে ও জামাই সদানন্দ সুলে। পরে আলাদা ভাবে শপথ অনুষ্ঠানে যান শরদের ভাইপো অজিতও। এছাড়া ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, ডিএমকে নেতা টিআর বালু এবং কংগ্রেসের আহমদ পটেল ও মহাবিকাশ আগাড়ির নেতারাও এদিনের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন। তবে রাহুল গান্ধী এ দিন আসতে পারেননি বলে চিঠি পাঠান।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

এদিন শপথ নেওয়ার পরেই রাত আটটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক ডাকেন উদ্ধব। সহ্যাদি গেস্ট হাউসে প্রথম বৈঠক হয়। শপথ নেওয়ার পরে বৃহস্পতিবারই স্ত্রী রশ্মি ও পুত্র আদিত্যর সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, এদিন উদ্ধবের সঙ্গে শরিক দলের দু’জন করে মন্ত্রিও শপথ নেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!