দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন উদ্ধব সরকারের সংখ্যালঘু এবং উন্নয়নমন্ত্রী নবাব মালিক। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অক্সিজেনের ঘাটতি নিয়ে জানাতে ফোন করেছিলেন, তখন জানানো হয় যে বাংলায় ভোট প্রচারে ব্যস্ত মোদী। সারা দেশে যখন করোনা সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে, তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নবাব মালিক জানান, মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে। তিনি অক্সিজেনের জোগান কম থাকা নিয়ে প্রধানমন্ত্রীকে নালিশ জানাতে ফোন করেছিলেন। কিন্তু তাঁকে বলে দেওয়া হয়, প্রধানমন্ত্রী ভোটের প্রচারে ব্যস্ত আছেন। তিনি জানান, করোনায় মানুষ যখন মারা যাচ্ছেন, তখন ভোট প্রচারে ব্যস্ত আছেন প্রধানমন্ত্রী। যদিও মহারাষ্ট্রের মন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।