দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রে শিবসেনার হাতেই মুখ্যমন্ত্রীর পদ তুলে দিল এনসিপি এবং কংগ্রেস। আগামী রবিবার ১ ডিসেম্বর শপথ নেবেন উদ্ধব।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে বৈঠকে বসেন তিন দলের নেতারা। সেখানেই সর্বসম্মতিক্রমে ‘মহা বিকাশ আগাড়ি’ জোটের নেতা এবং আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরের নাম চূড়ান্ত হয়।
সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে যাওয়ার আগেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে রাজভবনে সরকার গড়ার দাবি জানানো হয়। যে ৫০:৫০ সমীকরণ নিয়ে বিরোধের জেরে দীর্ঘ দিনের শরিক বিজেপির সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছিল শিবসেনা, শেষমেশ তাতেই জয় পেল তারা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন