দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েক বছর ধরেই চিনে উইঘুর জাতীর উপর চলছে নানারকম নির্যাতন। অভিযোগ উঠেছে যে, ২০১৮ সালে চিনা সরকার এই পদক্ষেপ গ্রহন করেছিল আর তা এই সময়ে বাস্তবায়ন করছে। জিনজিয়াং প্রদেশের অতুশের সুঙ্গাগ গ্রামে একটি মসজিদ নির্মিত হওয়ার ঠিক দু’বছর পরে একই জায়গায় একটি পাবলিক টয়লেট নির্মিত করা হয়েছে।
তবে এখনও টয়লেট শুরু হয়নি। লক্ষণীয় বিষয় যে, সুঙ্গাগ গ্রামে সবার বাড়িতে শৌচাগার রয়েছে এবং এই গ্রামে পর্যটকদের চলাচলও নগন্য। এরপরেও মসজিদ ভেঙে টয়লেট নির্মাণ সরকারের উদ্দেশ্যকে পরিষ্কার করে দেয়। স্থানীয়দের অভিযোগ, গ্রামে পাবলিক টয়লেটের কোনও প্রয়োজন নেই। চিন জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে যার জন্য এই কার্যকলাপগুলি বাস্তবায়িত করা হচ্ছে।