Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মাঙ্গালুরুর উল্লাল শহরকে পাকিস্তানের সঙ্গে তুলনা, ভিডিও ভাইরাল হতেই বেকায়দায় আরএসএস নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের মাঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত উল্লাল শহরকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন সে রাজ্যের আরএসএস নেতা কাল্লাদকা প্রভাকর ভাট। এর পরেই শুরু হয় তীব্র বিতর্ক। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই বেকায়দায় পড়েছেন ওই আরএসএস নেতা। অবিলম্বে বিতর্কিত ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা।

কর্ণাটকের উল্লাল শহরের অবস্থা পাকিস্তানের মতো হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন কাল্লাদকা প্রভাকর ভাট। এপ্রসঙ্গে বলেন, পাকিস্তানের মতো একই পরিস্থিতি আমরা উল্লালেও দেখতে পাচ্ছি। এই শহরকে পাকিস্তান বললেও ভুল বলা হবে না। আর এই মন্তব্য করার জন্য আমার কোনও অনুশোচনাও হচ্ছে না। কারণ আমি চাই এই ধরনের ঘটনা না ঘটুক আর মানুষ সতর্ক হোক। কয়েক বছর আগে এখানকার মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে তাঁদের বাড়ির মহিলাদের উপর চড়াও হত দুষ্কৃতীরা। কিছুদিন আগেই একজন যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। যুবকরা বাইক করে ঘোরার সময় ছুরিবিদ্ধ হচ্ছেন। লাভ জেহাদ ও গোহত্যা সমানে চলছে। এটাকে যদি পাকিস্তান না বলা হয় তাহলে কাকে বলা হবে। এর সঙ্গে ওখানকার তফাত কী? আমি তো বলব আমাদের যদি দম থাকে তাহলে একজন অমুসলিমকে ওই এলাকার বিধায়ক নির্বাচিত করুন। তবে আমি মনে করি সেটা যেমন পাকিস্তানে সম্ভব নয় তেমনি উল্লালেও হবে না। ওখানকার বাসিন্দাদের হিন্দু হতে নয় ভারতীয় হওয়ার আবেদন জানাব।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন এলাকাকে মাঝেমধ্যেই পাকিস্তানের সঙ্গে তুলনা করেন বিজেপি ও আরএসএস নেতারা। এই বিষয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন তারা অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন আরএসএস নেতা কাল্লাদকা প্রভাকর ভাট।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!