Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

উলোট পুরাণ, হরিয়ানায় কৃষক আন্দোলনের সমর্থনে অনুদান বিজেপি-জেজেপি নেতাদের, বেকায়দায় গেরুয়া শিবির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন চালিয়ে জেতে হরিয়ানার গ্রামগুলো অভিনব প্রক্রিয়ায় অনুদান সংগ্রহ শুরু করেছে। এক একর জমি পিছু ১০০ টাকা করে অনুদান দিচ্ছেন কৃষকরা। যাঁর যত জমি, তিনি তত বেশি অনুদান দেবেন। কেউ চাইলে একর প্রতি অনুদানের অঙ্ক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত করতে পারেন। আন্দোলন চালাতে আর্থিক সাহায্য পাঠিয়ে চলেছেন পাঞ্জাব এবং হরিয়ানার আরও লাখ লাখ কৃষক।

কিন্তু এবার উলোট পুরাণ দেখা গেল হরিয়ানায়। অনেক বিজেপি এবং জেজেপি নেতারও জমি রয়েছে গ্রামে। তাঁরাও কিন্তু সাধ্যমতো আন্দোলনে অনুদান দিয়েছেন। এক বিজেপি নেতার কথায়, ‘‌আমি আগে কৃষক, পরে রাজনীতিক।’‌ শুধু কৃষকরাই নন, হরিয়ানার অন্য পেশার লোকজনও এগিয়ে এসেছেন। প্রাক্তন আইএএস এসকে গোয়াল ইতিমধ্যে ভিওয়ানি জেলার ছ’‌টি গ্রামে ঘুরেছেন। প্রচার করেছেন, কৃষি আইনের বিরোধিতা কেন করা উচিত।

 

 

Leave a Reply

error: Content is protected !!