দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় এবার ঘুরপথে বিজেপি সরকারকেই দুষলেন দলের প্রবীণ নেত্রী উমা ভারতী। তিনি বলেন, ‘আমি যখন মন্ত্রী ছিলাম গঙ্গার উপর বিদ্যুৎ প্রকল্প তৈরির বিরোধিতা করেছিলাম।’ রবিবারের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
উল্লেখ্য়, প্রথম মোদি সরকারের আমলে উমা ভারতী ছিলেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী। আর সেই প্রসঙ্গ টেনেই ঘটনার পর থেকে হিন্দিতে একের পর এক টুইট করতে থাকেন তিনি। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে উমা ভারতী বলেন, ‘ঋষিগঙ্গার বিপর্যয় অত্যন্ত ভয়াবহ। এই ঘটনা আরও উদ্বেগ বাড়াচ্ছে। বাণের জলে একটি পাওয়ার গ্রিড ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি আমাদের কাছে এটি একটি সতর্কবার্তাও বটে।’
তিনি আরও মন্তব্য, ‘হিমালয়ের কোলে গঙ্গা ও তার উপনদীগুলির উপর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করেছিল আমার মন্ত্রক। এই সংক্রান্ত হলফনামাও জমা দিয়েছিলাম। উত্তরাখণ্ডের ওই অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে চাপ পড়ে ভবিষ্য়তে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’ ভয়াবহ এই বিপর্যয়ের জন্য গঙ্গার উপর বিদ্যুৎ প্রকল্পকে কাঠগড়ায় দাঁড় করিয়ে উমা ভারতী নিজের দলকেই অস্বস্তিতে ফেলেছেন। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
দেবভূমের প্রলয়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তপোবন বাঁধ। ঘটনার পর থেকে ফের বেড়েছে নদীর জলস্তর। এখনও পর্যন্ত প্রায় ২০০ জন নিখোঁজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’টি জলবিদ্যুৎ প্রকল্প এবং একটি মূল সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভিনরাজ্যের শ্রমিক এবং পুলিশকর্মীরাও। উত্তরাখণ্ডের তপোবনে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চালাচ্ছে ITBP। সুড়ঙ্গে জমে থাকা কাদামাটি JCB-র সাহায্যে কেটে পরিষ্কার করা হচ্ছে।