দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২২০ দিন পর জামিন পেলেন জেএনইউ’র প্রাক্তনী তথা সমাজকর্মী উমর খালিদ। গত বছর হওয়া দিল্লির হিংসায় যোগ থাকার মিথ্যা অভিযোগে ইউএপিএ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিন সেই মামলায় তাঁকে জামিন দিল দিল্লি আদালত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রতিবাদের জেরে উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ব্যাপক হাঙ্গামা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২০-র অক্টোবরে উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
আদালত জানায়, ঘটনায় অন্য যারা ভিড়ের মধ্যে ছিল তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, এই কারণে উমর খালিদকে চিরকালের জন্য কারাগারে বন্দি রাখা যায় না।