Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি দাঙ্গা: গ্রেফতার জেএনইউয়ের প্রাক্তন নেতা উমর খালিদ, চাপিয়ে দেওয়া হল ইউএপিএ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত ফেব্রুয়ারি মাসে দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সদস্য উমর খালিদকে। গোটা ঘটনায় উমরকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবারই জানা গিয়েছিল দিল্লি দাঙ্গার সাপ্লিমেন্টরি চার্জশিটে সিপিএম সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরির নাম যুক্ত করা হয়েছে। শুধু সীতারাম নন। সেই তালিকায় নাম ছিল উমর খালিদেরও। দিল্লি হিংসার তদন্তে বেশ কিছু দিন ধরেই দিল্লি পুলিশের নজরে ছিলেন উমর খালিদ। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন, সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ।

গত ১ অগস্টও উমরকে এক দফা জেরা করে পুলিশ। তার পর রবিবার ফের উমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সকাল থেকে টানা ১১ ঘণ্টা জেরার পর, এ দিন তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, ধারাবাহিক হিংসার ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। রাজধানীর পুলিশের আরও বক্তব্য, হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে শলাপরামর্শ করেছিল, হিংসাকে আরও বাড়াতে ভূমিকা নিয়েছিল।

 

 

Leave a Reply

error: Content is protected !!