Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

চাপে মোদী সরকার! ‘শান্তিপূর্ণ আন্দোলন চললে তা চলতে দেওয়া উচিত’, কৃষক আন্দোলনকে সমর্থন রাষ্ট্রসংঘের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত কৃষকদের সঙ্গে আজ ফের আলোচনায় বসে কেন্দ্র। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এর জেরে সরগরম রাজধানী ও তার সংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে এদিন কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে বিবৃতি প্রকাশ করা হয় রাষ্ট্রসংঘের তরফে। এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন স্বয়ং রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র।

দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক বিক্ষোভ নিয়ে এদিন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টেফ্যান দুজারিচ বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন চললে তা চলতে দেওয়া উচিত।’ এদিকে এর আগে কানাডার প্রধানমন্ত্রী সহ ব্রিটেনের ৩৬ জন সাংসদ এই বিষয়ে মুখ খুলেছিলেন। যার প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে বারংবার বলা হয়েছে যে আন্তর্জাতিক নেতারা এই বিষয়ে আর্ধ সত্য জেনে মুখ খুলছে।

এদিকে কেন্দ্র যদি তাদের সব দাবি না মেনে নেয় তাহলে এদিন বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন কৃষক নেতারা। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে এক দফা বৈঠকে বসেছিলেন কৃষক প্রতিনিধিরা। বৈঠকে কেন্দ্রের তরফে কৃষি আইন সংক্রান্ত কিছু সংশোধনীর ইঙ্গিত দেওয়া হয়। অন্যদিকে কৃষকনেতারা সরকারকে সংসদে একটি বিশেষ অধিবেশনের পরামর্শ দিয়েছিলেন এবং তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!