দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার জেরে এ বছর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহে বন্ধ রাখা হচ্ছে ঈদের নামাজ। মালদহের সুজাপুর নয়মৌজা ঈদগাহ কমিটি থেকে এ কথা জানানো হয়েছে। এ বছর ঈদের জন্য জমায়েতও স্থগিত রাখা হয়েছে।
রবিবার নয়মৌজা ঈদগাহ কমিটির তরফে একটি বৈঠক করা হয়। বৈঠকে কমিটির সব সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে।
ঈদগাহ কমিটির সম্পাদক হামিদুর রহমান বিশ্বাস এদিন বলেন, “সব সদস্যের সম্মতিতে নয়মৌজা ঈদগাহ ময়দানে নামাজ পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সমগ্র কালিয়াচকে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে ঈদগাহে কোনও রকম জমায়েত যাতে না হয়।’