Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাড়ল বেকারত্বের হার, আগস্টে দেশে কর্মহীন হয়েছেন ১৫ লক্ষ!

নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর: দেশজুড়ে ফের বাড়ল বেকারত্বের হার। সদ্য শেষ হওয়া আগস্টে দেশে নতুন করে বেকার হয়েছেন ১৫ লক্ষ কর্মী। জুলাইতে দেশে কর্মসংস্থান কিছুটা বেড়েছিল। তবে ফের একবার নিম্নমুখী কর্মসংস্থানের গ্রাফ।

এই বিষয়ে সেন্টার ফর নমিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানিয়েছে জুলাই মাসে দেশে চাকরিজীবী ছিলেন ৩৯৯.৩৮ মিলিয়ন। সেই সংখ্যা অগস্টে কমে দাঁড়িয়েছে ৩৯৭.৭৮ মিলিয়ন। এর মধ্যে ১৩ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন।

সেন্টার ফর নমিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী বেকারত্বের হাক ৬.৯৫ শতাংশ থেকে বেড়ে ৮.৩২ শতাংশ হয়েছে। শহরের বেকারত্বের হার ১.৫ শতাংশ বেড়েছে। এদিকে ভারতের গ্রামাঞ্চলে ১.৩ শতাংশ বেড়েছে বেকারত্বের হার। সেন্টার ফর নমিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী দেশে ৩৬ মিলিয়ন লোক বর্তমানে চাকরির খোঁজে রয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!