দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গত তিন দিনে মন্ত্রিসভার এ নিয়ে দ্বিতীয় বৈঠক। আজ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আগে থেকেই।
জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী কলকাতায় এসে জানিয়েছিলেন, পোর্ট ট্রাস্টের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই নামে অনুমোদন দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছিল।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়ে দিলেন যে, কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদলে শ্যামা প্রসাদ মুখার্জী ট্রাস্ট রাখার সিদ্ধান্তকে কেন্দ্রীয় ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে।