পুনে, ২৪ আগস্ট: কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই তাঁর গ্রেফতারি নিয়ে উত্তাপ বাড়ছিল। রাণেকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে একটা টানাপড়েন শুরু হয়। নিজেকে বাঁচাতে রাণে প্রথমে রত্নগিরির আদালতে যান। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। গ্রেফতারি এড়াতে তার পর তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন।
উদ্ধব ঠাকরের গালে সপাটে চড় মারা মন্তব্যে সকাল থেকেই বেকায়দায় পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। শিবসেনা মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে। একটি দায়ের হয় পুনেতে, দ্বিতীয়টি নাসিকে। সূত্রের খবর অনুযায়ী, রানের বিরুদ্ধে চারটি এফআইআর রুজু হয়। পুনে, মাহাদ, নাসিক এবং থানে।