দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের একাধিক রাজ্যে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় অক্সিজেনের জন্য হাহাকার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কোভিড আক্রান্ত মায়ের জন্য অক্সিজেন চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চড় মারার হুমকি পেলেন মধ্যপ্রদেশের এক বাসিন্দা।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং পটেলকে সামনে পেয়ে কোভিড আক্রান্ত মায়ের জন্য অক্সিজেনের দাবি জানিয়েছিলেন ওই ব্যক্তি। পরিবর্তে তাঁকে চড় মারার হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
মধ্যপ্রদেশের দামোহের একটি হাসপাতালের বাইরে মন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, “আমরা মরিয়া হয়ে উঠেছি … আমরা সিলিন্ডার পেলাম না … কেন তাঁরা আমাদের জানাচ্ছেন না যে, আমরা আপনাকে অক্সিজেন দিতে পারব না”।
এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছেন প্রহ্লাদ পটেল। তিনি হাত উঁচিয়ে বলেন, “এমন বললে দু’টো থাপ্পড় খাবে” (অ্যায়সে বোলেগা তো দো খায়েগা)। মন্ত্রীর কাছ থেকে এমন প্রত্যুত্তর পেয়ে ওই ব্যক্তি কাঁদতে শুরু করেন। বলেন, “হ্যাঁ, এটাই পাব। আমার মা সেখানে শুয়ে আছেন।”