দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে “গো করোনা গো” স্লোগান দিয়েছিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। গতকালই তাঁর দলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করেন আঠওয়ালে। সঙ্গে কাশিও ছিল। যে কারণে, তিনি করোনা পরীক্ষা করান। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে, সতর্কতামূলক পন্থা হিসেবে বম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
Union Minister Ramdas Athawale tests positive for #COVID19, admitted to Bombay Hospital as a precautionary measure, confirms his office (File Photo) pic.twitter.com/CVqKdXgLr3
— ANI (@ANI) October 27, 2020
উল্লেখ্য, কিছুদিন আগে আঠওয়ালে “গো করোনা গো….” স্লোগানের জন্ম দিয়েছিলেন। একইসঙ্গে নোভেল করোনাভাইরাসকে তার বিস্তার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, আঠওয়ালের ওই স্লোগান সত্ত্বেও করোনার প্রকোপ যে কমেনি.. তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।