নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, চাকদহ : ডিওয়াইএফআই-এর রাজ্য নেতা স্বরুপ মুখার্জীর বিবাহের অনুষ্ঠানে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল চাকদহ শহর। দেশ জুড়ে যখন এনআরসি, নাগরিকত্ব আইন ও এনপিআর বিরােধী প্রচার আন্দোলন চলছে, তখন বিবাহের অনুষ্ঠানও তার বাইরে থাকবে কেন? চাকদহ শহরের মৌমিতার সাথে বিবাহের আসরেও চোখে পড়ল এনআরসি, সিএএ ও এনপিআর বিরােধী পােস্টার। ফ্লেক্সে বড় বড় করে লেখা – ‛মানুষ শব্দটাতে কোনও কাঁটাতারের বেড়া নেই’।
স্বরুপ রাণাঘাট শহরের নিকটস্থ প্রাচীন জনপদ মুখার্জী বাড়ীর একমাত্র পুত্র। জমিদার পরিবারের সন্তান হয়েও এখন সে যুব সংগঠনের পরিচিতি নেতা। মৌমিতার সাথে প্রত্যক্ষ রাজনীতির যােগ না থাকলেও, সে এই অভিনব প্রতিবাদ ও যন্ত্রহীন বিবাহের অনুষ্ঠানে সানন্দেই সম্মতি জানিয়েছে। তাঁর কথায়, স্বরুপের ইচ্ছেটাকে সন্মান করি। দেশের মানুষ যখন বিপন্ন তখন শুধু দুজনের সুখী গৃহকোণ ভাবার কোনাও অর্থই হয় না। স্বরুপ ও মৌমিতা বিবাহের রেজিস্ট্রেশন পত্রে নিজের কোনাে ধর্মীয় পরিচয় লিখতে রাজি হয়নি, ধর্মের স্থানে লিখেছে মানবতা!
কনের বাড়ির সাথে সাথে স্বরুপের বাড়িতে বধূ পরিচয়ের দিনেও রয়েছে অভিনব আয়ােজন – রক্তদান, বৃক্ষদান। দুঃস্থদের আপ্যায়ন আর সম্প্রীতির গান। প্রচলিত বৈদিক মন্ত্র উচ্চারণের বদলে উচ্চারিত হবে জীবনের জয় গান। চিত্র ক্যাপসান। চাকদহতে এনআরসি, সিএএ, এনপিআর বিরােধীতাকে সামনে রেখে বিবাহ বন্ধনে স্বরুপ-মৌমিতা।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ