Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

উন্নাও মামলার রায় আজ, শাস্তি কী পাবেন অভিযুক্ত বিজেপি বিধায়ক?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সেই উন্নাও মামলার রায় দেওয়া হবে আজই। ২০১৭ সালের জুন মাসে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ১৭ বছর ধরে বিধায়ক পদে থাকা কুলদীপকে। তারপরে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ওই বালিকার বাবার, তাঁর কাকার বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয় এবং জেলের মধ্যে সেঙ্গারের শাগরেদরা তাঁকে মারধর করে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

জুলাই মাসে একটি গাড়িতে করে কাকিমা ও কৌঁসুলির সঙ্গে তিনি যখন রায় বরেলি আদালতে যাচ্ছিলেন, তখন একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই নাবালিকা ও তাঁর কৌঁসুলিকে হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত অবস্থায়। কাকিমা মারা যান ওই দুর্ঘটনায়। এপ্রিল মাসেই এই মামলার দায়িত্ব নেয় সিবিআই। নতুন করে এফআইআর দায়ের করা হয়। পকসো আইনে মামলা দায়ের হয়। আলাদা ভাবে মামলা হয় তাঁর বাবার মৃত্যু নিয়ে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!