দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলে বানচাল করতে কৃষকদের পেট্রোল-ডিজেল না দেওয়ার নির্দেশ দিল যোগী সরকার। কৃষকদের যেন ডিজেল না দেওয়া হয়। ট্রাক্টর মিছিলের ঠিক আগেই উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সমস্ত জেলাকে এমনই নির্দেশ দিল। প্রজাতন্ত্র দিবসে দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা দিল্লির সীমান্তের কাছে ট্রাক্টর নিয়ে মিছিল করার পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতেই নভেম্বর মাস থেকে দিল্লির সীমান্ত অঞ্চলে আন্দোলন করছেন তাঁরা।
শনিবার দিল্লি পুলিশ ট্রাক্টর মিছিলের অনুমতি দিলেও রবিবার কৃষকদের ডিজেল না দেওয়ার ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়তেই কৃষক নেতা রাকেশ টিকাইট সমস্ত কৃষকদের জানিয়েছেন, যে যেখানে আছেন সেখানে যেন রাস্তা অবরোধ করা হয়।
২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিল করার কথা আন্দোলনরত কৃষকদের। প্রথমে এই মিছিল করার অনুমতি দিচ্ছিল না দিল্লি পুলিশ। পরে গত শনিবার দিল্লি পুলিশ কৃষকদের এই অনুমতি দেয়। কিন্তু কৃষকদের এই প্রতিবাদ মিছিল বাতিল করতে নড়েচড়ে বসেছে প্রশাসন।