Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সিএএ আন্দোলনকারীদের ছবি-সহ হোর্ডিং আইন সম্মত নয়, সুপ্রিমকোর্টে ধাক্কা যোগী সরকারের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনকারীদের ছবি-সহ নাম, ঠিকানা লেখা হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে লখনউ। জনস্বার্থ মামলায় এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট বলেছিল ওই হোর্ডিং নামিয়ে ফেলতে হবে। কিন্তু যোগী আদিত্যনাথ সরকার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে গিয়েছিল।

যোগী সরকারের বিরুদ্ধে গিয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, ওই হোর্ডিং কোনওভাবেই আইনসম্মত নয়। সুপ্রিমকোর্টে বিচারপতি ইউইউ ললিতের এজলাসে এই মামলার শুনানি ছিল। আদালত বলে, ‛কেউ বিক্ষোভ করতেই পারেন। এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। কিন্তু কোনও নির্বাচিত সরকার এ ভাবে হোর্ডিং লাগাতে পারে না। এটা আইনসম্মত নয়।’

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!