Sunday, March 16, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যেন বিরাম নেই, যোগীরাজ্যে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করার বাবাকে পিটিয়ে খুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: খুন, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। তাঁর মধ্যে আবার যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে। এবার মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করার বাবাকে পিটিয়ে খুন করল অভিযুক্তরা। মর্মান্তিক ঘটনাটি ঘটনাটি ঘটেছে দেওরিয়া জেলার ইকুয়ানা থানা এলাকায়।

জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফেরার সময় রাস্তায় তাকে শ্লীলতাহানি করে এলাকারই একটি ছেলে। বাড়ি ফিরে গোটা ঘটনাটি পরিবারের লোককে জানাতেই, রেগে যান মেয়েটির বাবা। এরপরই বাড়ি থেকে বেরিয়ে সোজা অভিযুক্তের বাড়ি যান। প্রকাশ্যেই তাকে চড় মারেন। এরপরই পালটা ওই ব্যক্তির উপর চড়াও হয় অভিযুক্ত যুবকটি। বন্ধুদের ডেকে নিয়ে আসে। বাঁশ–লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় মেয়েটির বাবাকে। এভাবে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

এরপর তাঁকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আবার লখনউয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু ওই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। ইতিমধ্যে আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দু’‌জনকে  গ্রেফতারও করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।এদিকে, ওই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।

 

Leave a Reply

error: Content is protected !!