দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভুয়ো বই ছাপানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে শচীনের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে কয়েক দিন আগেই মেরঠের একটি বাড়িতে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ জানিয়েছে, মেরঠের ওই বাড়ি থেকে ৬টি ছাপানোর মেশিন এবং প্রচুর বই উদ্ধার হয়।
খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই কারখানাটির মালিক শচীন গুপ্ত নামে এক ব্যক্তির। পরে জানা যায়, তিনি বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে। সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকার বই উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শচীন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।