Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛ইউপিএসসি জিহাদ’ : সম্প্রচারে অনুমতি দিয়েছিল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিভিল সার্ভিসে মুসলিমদের সাফল্য নিয়ে বড্ড গোঁসা হয়েছিল সুদর্শন টিভির। এই নিয়ে তাদের এতটাই গাত্রদাহ হয়েছিল যে, ‛বিন্দাস বোল’ নামে এক টিভি অনুষ্ঠান পর্যন্ত চূড়ান্ত করে ফেলে ছিল তারা। অনুষ্ঠানের প্রমো দেখানোও শুরু করে দিয়ে ছিল চ্যানেলটি। তাতে সিভিল সার্ভিস পরিক্ষায় সফল মুসলিমদের ‛জেহাদি’ তকমা দিয়ে বলা হয়, এইসব জেহাদি দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক কর্তা হলে আসলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে।

স্বাভাবিকভাবেই এই ধরনের প্রোমো নিয়ে বিতর্ক শুরু হয়। মামলা হয় হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে। জানা গিয়েছে, সাম্প্রদায়িক পক্ষপাটদুষ্ট বিতর্কিত এই টিভি অনুষ্ঠানটিতে অনুমতি দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনা করা দায়িত্বে ছিল খোদ টিভি চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ ছাভাঙ্কে। যদিও এই অনুষ্ঠান সম্পর্কে বৃহস্পতিবারই এক বিবৃতিতে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, তারা আগাম কোনও অনুষ্ঠানকে সেন্সর করতে বা নিষেধ করতে পারে না। একমাত্র অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর যদি দেখা যায় সেখানে আইন ভঙ্গ হয়েছে শুধুমাত্র তখনই ব্যবস্থা নেওয়া যাবে।

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারতের সম্প্রচার আইন টিভি অনুষ্ঠান সম্প্রচারের আগেই তাতে কাঁচি চালানোর অনুমতি দেয় না। শুধুমাত্র সিনেমা বা সিনেমার ট্রেলারের ক্ষেত্রে আগাম যাচাই করে থাকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তাদের অনুমোদন মেলার পরই সেটি সিনেমাহলে প্রদর্শন করা হয়।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, ‛কেবল টিভি নেটওয়ার্ক আইন ১৯৯৫ এর ২০ ধারায় বলা হয়েছে, যদি সরকার মনে করে কোনও প্রোগ্ৰাম অনুষ্ঠান ও বিজ্ঞাপন কোড-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সে ক্ষেত্রে তাঁরা সেই অনুষ্ঠানটিকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু যেহেতু টিভির জন্য অনুষ্ঠানের বিষয়বস্তু আগাম যাচাই করার কোনও সংস্থা নেই তাই বিতর্কিত হওয়া সত্ত্বেও তা সম্প্রচারের আগেই আটকানো যায় না। তবে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ‛ইলেকট্রনিক মিডিয়া মনিটরিং’ সেন্টার রয়েছে । তারা বেসরকারি টিভি চ্যানেল গুলিতে সম্প্রচার হওয়া অনুষ্ঠানগুলোতে নজরদারি চালায়।

Leave a Reply

error: Content is protected !!