Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তালিবান নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে: মুনাওয়ার রানা

নয়াদিল্লি, ২১ আগস্ট: তালিবান ইস্যুতে মুখ খুললেন জনপ্রিয় উর্দু কবি মুনাওয়ার রানা। তাঁর বক্তব্য, “তালিবান লড়েছে দেশের স্বার্থে।” শুক্রবার এক সংবাদমাধ্যমে মুনাওয়ার বলেন, “তালিবান যদি আফগানিস্তানে থাকে, তাই বলে ভারতের তো ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালিবান সন্ত্রাসী নয়, বরং ওরা আক্রমনাত্মক। যদি ইতিহাস দেখেন তাহলে জানবেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কোনও কালেই খারাপ ছিল না। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনও কারণ নেই। কোথাও কি এমন কোনও ঘটনা ঘটেছে যেখানে তালিবানের দ্বারা একজন ভারতীও ক্ষতিগ্রস্ত হয়েছেন?”

আফগানিস্তানে বিগত ২০ বছর ধরে মার্কিন সেনা থাকায় যে তিনি অসন্তুষ্ট, তাও বোঝান মুনাওয়ার। তিনি বলেন, “তালিবান তো নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের দেশকে কে কী ভাবে কেউ দখল করবে! এটা তাদের নিজেদের বিষয়। এক সময় ভারতীয়রা ইংরেজ শাসনে পরাধীন ছিল। তাঁরাও দেশকে মুক্ত করেছে। তাহলে তালিবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায়, তাতে ভুল কোথায়?”

 

Leave a Reply

error: Content is protected !!