দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিত্যদিনের খুন ধর্ষণের ঘটনা যেন সঙ্গী উত্তরপ্রদেশের। মহিলা হেনস্থার খবর প্রতিদিন খবরের শিরোনামে। এই নিয়ে যোগী সরকারকে ফের একহাত নিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের খোঁচা, উত্তরপ্রদেশ সরকারের ‘অপরাধী বাঁচাও’ অভিযান চলছে।
সম্প্রতি এক বিজেপি বিধায়ক দলবল নিয়ে থানায় ঢুকে মহিলা হেনস্থায় অভিযুক্তকে ছাড়িয়ে আনেন। সেই নিয়ে গোটা দেশে হইচই পড়ে গেছে। এবার এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকে ফের তোপ দাগলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। রাহুল টুইটারে লিখলেন, ‘শুরু হয়েছিল বেটি বাঁচাও, এখন হচ্ছে অপরাধী বাঁচাও।’ বিজেপি বিধায়কের কীর্তির প্রতিবেদনও তিনি টুইটে ট্যাগ করে দেন।
যোগীর রাজ্যে মহিলা নিরাপত্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী কি বলবেন যে এসব কোন অভিযানের আওতায় হচ্ছে? বেটি বাঁচাও নাকি অপরাধী বাঁচাও?’