Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ইউজিসি-র তালিকায় দেশের সব থেকে বেশি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান উত্তরপ্রদেশে, রয়েছে বাংলারও ২

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের মধ্যে সব থেকে বেশি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। বাদ নেই তৃণমূল শাসিত মমতার বাংলাতেও। সরকারি স্বীকৃতি নেই এমন ২৪টি ইনস্টিটিউশন, বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। এগুলিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে কমিশনের তরফে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তরপ্রদেশে। এছাড়া তালিকায় পশ্চিমবঙ্গেরও দুটি প্রতিষ্ঠানের নাম রয়েছে।

ইউজিসি-র সচিব রজনিশ জৈন বলেন, ‘পড়ুয়াদের জানানো হচ্ছে, সম্প্রতি ২৪টি ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটির ডিগ্রি এখন থেকে গ্রাহ্য হবে না।’ এর মধ্যে আটটি রয়েছে উত্তরপ্রদেশে। দিল্লিতে রয়েছে সাতটি।

এরমধ্যে রয়েছে বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়, মহিলা গ্রাম বিদ্যাপীঠ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, ন্যাশনাল ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, নেতাজী সুভাষ চন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি (আলিগড়), উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মহারানা প্রতার শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় ও ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ।

এছাড়া দিল্লিতে যেই সাতটি ভুয়ো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলি হল, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট এবং আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।

ওড়িশা ও পশ্চিমবঙ্গে এরকম দু’টি ইনস্টিটিউটশন রয়েছে। এছাড়া কেরল, কর্নাটক, মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে ভুয়ো ইনস্টিটিউটশন বা ইউনিভার্সিটি রয়েছে। বাংলার ভুয়ো দুটি প্রতিষ্ঠানই কলকাতা। এগুলির নাম হল, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ইন্সস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

 

Leave a Reply

error: Content is protected !!