দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের উত্তরপ্রদেশে আক্রান্ত তিন দলিত কিশোরী। পুলিশ সূত্রে খবর, বাথরুম পরিষ্কার করার অ্যাসিড দিয়ে এই তিন বোনের উপর হামলা করেছে দুষ্কৃতী। উত্তরপ্রদেশে গোন্দা জেলার বাসিন্দা এই তিন বোন। জানা গিয়েছে, তিন বোনের বয়স যথাক্রমে ৮, ১২ এবং ১৭ বছর।
পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে তাদের উপর হামলা হয়েছে। সে সময় নিজেদের ঘরে ঘুমাচ্ছিল তিন কিশোরী। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, মুখে এবং বুকে গুরুতর চোট পেয়েছে বড় বোন। বাকিদের চোট ততটা গুরুতর নয়। তিনজনকেই গোন্দার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।