দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এখনও ঢের বাকি রয়েছে। তবে বলা যেতে পারে শুরু হয়ে গিয়েছে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের তোড়জোড়। আর সেই ভোটে লাগল বাংলার হাওয়া। একুশের বাংলর বিধানসভা ভোটের ‘খেলা হবে’ স্লোগান জুড়ে গেল সেখানে। সেখানকার এক সমাজবাদী পার্টি বা সপা নেতা ব্য়ানার দিয়েছেন ‘এবার খেলা হবে উত্তরপ্রদেশেও’ (অব ইউ প মে খেলা হোই )। তৃণমূল বাংলার বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল।
সেই হোর্ডিংয় দেখা যাচ্ছে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ছবি আর তাদের প্রতীক সাইকেল। এর পাশাপাশি সেখানে রয়েছে দলের স্থানীয় দুই নেতা অভিষেক গুপ্তা এবং ডাঃ ইমরানের নাম। সম্প্রতি সেখানে পঞ্চায়েত ভোট হয়েছে। আর ওই ভোটে ভাল ফল করেছে সমাজবাদী পার্টি। তাই ২০২২ সালের বিধানসভা ভোটে কোমর বেঁধেছে সপা।
তৃণমূলের ওই স্লোগানের আদলে উত্তরপ্রদেশের কানপুরের বিভিন্ন জায়গায় ভরে গিয়েছে ‘খেলা হই’ স্লোগান লেখা ব্য়ানার, হোর্ডিং। সেগুলি লাগিয়েছেন সপা-র কানপুর শহরের প্রধান ডাঃ ইমরান।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সারা কানপুর শহরে এই হোর্ডিং লাগিয়েছি। কারণ এবার খেলা উত্তরপ্রদেশে। তাঁর অভিযোগ, বাংলার ভোটে বিজেপি খারাপ কথা ব্যবহার করেছিল। আর তার ফল তারা পেয়ে গিয়েছে। এবার একই জিনিস দেখা যাবে উত্তরপ্রদেশেও। ২০২২ সালে তা দেখতে পাবেন সকলে। সপা প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার বিজেপিকে দুষেছেন। তাঁর অভিযোগ, বিজেপি দেশের অর্থনীতিকেধ্বংস করে দিয়েছে। তাদের নীতিতে কোনও দূরদর্শিতা নেই। আর এই কারণে বেড়েই চলেছে বেকারত্ব।
অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তাঁর দাবি, শিল্পোদ্যোগীদের নিয়ে সম্মেলন করা হয়েছে খালি। কাজের কাজ কিছুই হয়নি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক বিবৃতিতে দাবি করেন, বেকারত্ব বেড়ে যাওয়ার জন্য দায়ী বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লাখ লাখ চাকরির যে দাবি করেছেন, তা ঠিক নয়। অর্থনীতি ধ্বংসর জন্য একমাত্র বিজেপিই দায়ী।
বাংলার বিধানসভা ভোটে লড়ত সমাজবাদী পার্টি। তারা ছিল বামফ্রন্টের অন্যতম শরিক দল। তবে এবার তাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছিল। আর তাই ভোটে লড়েনি।