দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: খবর আগে থেকেই হয়েছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন। সোমবার বিকেলে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়ে তাতে সিলমোহর দিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সূত্রের খবর ত্রিবেন্দ্রর বিরুদ্ধে তাঁই মন্ত্রিসভার মন্ত্রীরা গিয়ে নালিশ ঠুকেছিলেন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ত্রিবেন্দ্রর কাজের ধরন পছন্দ হচ্ছিল না তাঁদের।
আগামিকালই মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে সিদ্ধান্ত হবে। কে হবেন মুখ্যমন্ত্রী তা ঠিক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে ত্রিবেন্দ্রর মন্ত্রীগোষ্ঠীর মন্ত্রী ধান সিং রাওয়াতের। তাঁকে ত্রিবেন্দ্রর জায়গায় বসানো হতে পারে বলে খবর। ১১ মার্চ সকাল ১১টায় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। ত্রিবেন্দ্রর বিরুদ্ধে একাধিক বিধায়কের অভিযোগের জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। উত্তরাখম্ডের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা সেরেছেন জেপি নাড্ডা।
উত্তরাখণ্ডে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজভবনে গিয়ে রাজ্যেপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। আগে থেকেই এই নিেয় জল্পনা শুরু হয়েছিল। গতকাল দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তারপর থেকেই তাঁর পদত্যাগের জল্পনা শুরু হয়। সূত্রের খবর দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল। এই নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগও করেছিলেন ত্রিবেন্দ্র বিরোধী বিজেপি নেতারা।