Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ক্রমেই আরও জাঁকিয়ে বসছে টিকা আতঙ্ক, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন বিশেষজ্ঞদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভ্যাকসিন আগমনেও কমছে না করোনা আতঙ্ক। এদিকে দিন যত গড়াচ্ছে ক্রমেই জাঁকিয়ে বসছে টিকা আতঙ্ক। এমনকী সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ড নিয়ে বিশেষ কোনও সংশয় না থাকলেও, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়ে ইতিমধ্যেই বহু প্রশ্ন উঠেছে। এরইমাঝে জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধানের মুখে শোনা গেল আরও বড়সড় আশঙ্কার কথা। আর তারপর থেকেই আরও বাড়ছে উদ্বেগ।

এদিকে ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু আগেই ব্রিটেন আমেরিকায় শুরু হয়ে যায় টিকাকরণ। তবে সেই ক্ষেত্রে ছাড়পত্র পায় মডার্না ও ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। তবে গণটিকাকরণ শুরু হলেও মানবদেহে এই দুই ভ্যাকসিনেক কার্যকারিতা নিয়ে এখনও সন্দিহান আমেরিকার জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান ডাঃ অ্যান্টনি ফৌসি। যদিও দুই ভ্যাকসিনই মানবদেহে প্রায় ৯০ শতাংশ কার্যকরী বলেই আগেই জানা গিয়েছিল। কিন্তু তারপরেও কাটছে না উদ্বেগ। এদিকে দুই ডোজ টিকাকরণ সম্পন্ন হওয়ার পর মানবদেহে এই দুই টিকা কার্যকরী হলেও তার দীর্ঘস্থায়িতা নিয়েই প্রধানত প্রশ্ন তুলছেন ডাঃ অ্যান্টনি ফৌসি।

এমনকী ভ্যাকসিনের রোগ প্রতিরোধের সময় নিয়েও পর্যাপ্ত তথ্য নেই বলেই জানা যাচ্ছে। টিকাকরণের পর কোনও ব্যক্তি করোনার হাত থেকে রক্ষা পেলেও তিনি করোনার বাহক হতে পারেন কিনা সেই বিষয়েও বিশেষ কোনও নিশ্চয়তা নেই বলেই জানা যাচ্ছে। এদিকে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ কোটু ২০ লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন ২২ লক্ষের বেশি মানুষ।এদিকে ব্রিটেন, ভারত, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশেই বর্তমানে পাল্লা দিয়ে সংক্রমন ছড়াচ্ছে করোনা নয়া স্ট্রেন।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!