Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কোনও দলবদল নয়, উন্নয়নমূলক কাজ নিয়ে নীতীশের সঙ্গে আলোচনা, জানালের মিম বিধায়করা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির বন্ধু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন আসাদউদ্দিন ওয়েসীর দল এআইএমআইএমের পাঁচ বিধায়ক। আর তাতেই তুমুল জল্পনা ছড়িয়েছে বিহারের রাজনৈতিক মহলে। যদিও মিম বিধায়কদের দাবি, কোনও দলবদল নয়, উন্নয়নমূলক কাজের নিয়ে নীতীশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিহারের এআইএমআইএম সভাপতি আখতার উল-ইমানের নেতৃ্ত্বে বাকি চার বিধায়ক মহম্মদ আজহার আসিফ,শাহনওয়াজ আলম, সৈয়দ রুকুনুউদ্দিন ও আজহার নায়মি পাটনার এক নম্বর আনে মার্গে অবস্থিত নীতিশ কুমারের বাড়িতে যান। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত থাকা বিহারের অপর মন্ত্রী বিজয় চৌধুরীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। আর তারপরই শুরু হয় জল্পনা।

মিমের পাঁচ বিধায়ক আচমকা জেডিইউ প্রধান ও বিহারের এনডিএ জোটের নেতা নীতিশ কুমারের সঙ্গে কেন দেখা করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও দলবদলের জল্পনা ভিত্তিহীন বলে দাবি করে সীমাচলম অঞ্চলের ওই বিধায়করা নিজেদের এলাকার উন্নয়নের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন বলে জানান এআইএমআইএম মহম্মদ আদিল হাসান। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সীমাচলম অঞ্চলের ওই বিধায়করা নিজেদের বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলেন। তাছাড়া নীতীশ কুমারের সঙ্গে আমাদের কোনওদিনই বিরোধ ছিল না। আমাদের নেতা আসাদউদ্দিন ওয়েসী সবসময়ই বলে এসেছেন যে নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছাড়লেই জেডিইউর সঙ্গে তিনি হাত মেলাতে রাজি। তাই নীতিশ কুমারের সঙ্গে আগামিদিনেও আমরা দেখা করব।’

 

 

 

Leave a Reply

error: Content is protected !!