দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আরামবাগে তৃণমূল নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। আরামবাগের গৌরহাটি এলাকায় তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিজেপি কর্মীরা।
জানা গেছে, বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়ে ওই এলাকায় যান তৃণমূল ব্লক সভাপতি। এরপরেই তার উপর ইটবৃষ্টি শুরু হয়। ইটবৃষ্টির মাঝে কোনওমতে এলাকা ছাড়েন তিনি।