দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। শারীরিক কারণে ৮২ বছর বয়সি ভারাভারার জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট।
বম্বে হাই কোর্টের ১৩ এপ্রিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারাভারা। বম্বে হাই কোর্ট শারীরিক কারণে স্থায়ী জামিন খারিজ করেছিল। ভারাভারার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৭-এর ৩১ ডিসেম্বর পুণের এলগার পরিষদ সমাবেশে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। যার প্রেক্ষিতে পর দিন কোরেগাঁও-ভীমা যুদ্ধ স্মারকের কাছে হিংসার ঘটনা ঘটে।